ড. এবনে গোলাম সামাদ: স্মৃতিপর্ব
এবনে গোলাম সামাদকে নিয়ে পাচ পর্বে লিখিত এই স্মৃতিকথনটি প্রথমে ফেসবুকে ধারাবাহিকভাবে প্রচার করা হয়। পরবর্তীতে লেখকের অনুমতিতে তা পাঠকের জন্যে একত্রে প্রকাশ করা হল। ১৯৯২ সাল। রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েটে পড়ি। লাইব্রেরিতে যেতাম। দেখতাম নিবিষ্ট মনে বই পড়ছেন একজন প্রবীন অধ্যাপক। পরে লাইব্রেরিয়ানের কাজে জেনেছি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবনে গোলাম…