ভাসানীর ফারাক্কা মিছিল
ভাসানীর ফারাক্কা মিছিল হতে পেরেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন বলে। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকলে যে ফারাক্কা মিছিল হতো না, সেটা সহজেই অনুমান করা চলে। ফারাক্কা মিছিল হতে পেরেছিল কেবল জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন বলেই নয়, তিনি চেয়েছিলেন ফারাক্কা মিছিল হোক। তিনি জুগিয়েছিলেন এই মিছিলের সব খরচপত্র। করেছিলেন মিছিলকারী মানুষের আবাসন ও আহার্যের…