বাংলাদেশে পাটচাষের ভবিষ্যৎ
যাকে বলে উদ্ভিদবিদ্যা বা বোটানি, তার উদ্ভব কৃষিকাজ করতে গিয়ে হয়নি। এর উদ্ভব হয়েছিল কবিরাজদের হাতে। তারা চেয়েছেন ভেজষ উদ্ভিদের বর্ণনা দিতে। এই বর্ণনা দিতে গিয়েই উদ্ভব হয়েছে উদ্ভিদবিদ্যার। এ দেশে ঔষধি উদ্ভিদের বর্ণনা কবিরাজেরা দিয়েছেন কবিতায়। তাই তারা নাম পেয়েছিলেন ‘কবিরাজ’। কিন্তু ইউরোপে যারা ভেষজ উদ্ভিদের বর্ণনা লিপিবদ্ধ করেছেন, তারা পরিচিত হয়েছেন ‘হার্বালিস্ট’ হিসেবে।…