বৈজ্ঞানিক হিসেবে আবদুল কালাম
চীনারা প্রথমে বারুদ আবিষ্কার করে। বারুদ বানাতে লাগে সোরা, গন্ধক ও কাঠ কয়লার গুঁড়ো। এদের একত্রে মেশাতে হয় বিশেষ পরিমাণে। চীনারা প্রথম হাউই বানায় বাঁশের চোঙ্গায়। তারাই প্রথম শুরু করেন হাউই ছুড়ে যুদ্ধ করা। চীন থেকে মধ্য এশিয়া হয়ে হাউই তৈরির কৌশল আসে এই উপমহাদেশে। হায়দার আলী এবং তার পুত্র টিপু সুলতান ইংরেজ সৈন্যের বিরুদ্ধে…