এবনে গোলাম সামাদ : ‘আত্মপরিচয়ের সন্ধানে’ – ড. আব্দুল লতিফ মাসুম
এবনে গোলাম সামাদ দেশের প্রবীণ ও প্রধান বুদ্ধিজীবীদের একজন। গত ১৫ আগস্ট তিনি দীর্ঘ রোগ ভোগের পর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। যেকোনো বিবেচনায় এটি একটি পরিণত মৃত্যু। কিন্তু কোনো কোনো মৃত্যু কখনো কখনো হিমালয়ের চেয়ে ভারী মনে হয়। ব্যক্তির অভিজ্ঞতা জাতির প্রতি অবদান মৃত্যুকে মহিমান্বিত করে তোলে। তিনি ছিলেন সেরকম একজন…