শিক্ষক অবমাননা
প্রথমে পত্রিকায় খবরটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল। একটি স্কুলের প্রধান শিক্ষককে জনসম্মুখে কান ধরে উঠবোস করানো, এ তো ভাবতেই পারা যায় না। মনে হচ্ছিল, বাংলাদেশের সংস্কৃতি নেমে গেছে কোনো রসাতলে! কিন্তু এখন আর তা মনে হচ্ছে না। মনে হচ্ছে, এই শিক্ষক আসলে শিক্ষক হওয়ারই যোগ্য নন। কেননা, তিনি একজন ছাত্রকে কাসে এমনভাবে প্রহার করেন…