ভুলে যাওয়া জহির রায়হান
সেখানে জহির রায়হানকে দেখে মনে হচ্ছিল খুবই উদ্ধিগ্ন। রায়হান হঠাৎ আমাকে বলেন, কলকাতায় এসে খুব অসুবিধায় পড়েছেন। জহির রায়হানের সঙ্গে ১৯৭১ সালের আগে আমার কোনো পরিচয় ছিল না। তবে আমি তার নামকরা ছায়াছবি “জীবন থেকে নেওয়া” দেখেছিলাম রাজশাহী শহরের কোনো প্রেক্ষাগৃহে । ছবিটা আমার মোটামোটি ভালো লেগেছিল । তার সঙ্গে আমার পরিচয় ঘটে ১৯৭১ সালে…