সতীর্থ নওয়াজেশ আহমদ ও তার সময়
মানুষ এক সময় সব দেশেই কৃষিকাজ করেছে পিতৃপুরুষের কাছ থেকে শিখে। সে শিক্ষা চলেছে বংশপরম্পরায়। কৃষি শিক্ষার জন্য কোনো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা কোনো দেশেই ভাবা হয়নি। যাকে বলা হয় বৈজ্ঞানিক কৃষি তা হলো মাত্র শ’তিনেক বছরের ঘটনা। এর আগে সচেতনভাবে পরীক্ষামূলক গবেষণা করে চাষাবাদের উন্নয়নের চেষ্টা কোনো দেশ করেনি। ১৭৩৩ সালের কাছাকাছি ইংল্যান্ডে…