আমার জন্মদিনের পাঁচমিশালী আলোচনা
জন্মেছিলাম বৃটিশ ভারতের নাগরিক হিসেবে। বৃটেন যখন এই উপমহাদেশ ছেড়ে যায় তখন আমার বয়স চলেছে ১৭ বছর। এরপরে হলাম পাকিস্তানের নাগরিক। তারপরে এখন হলাম বাংলাদেশের। যদিও ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আছি সেই একই স্থানে। আমি রাজশাহী শহরে জন্মেছিলাম ২৯ ডিসেম্বর ১৯২৯ সালে। আর এখনও আছি সেই একই জায়গায়। অবশ্য ভিন্ন মহল্লায়। আমার কর্মজীবনও কাটলো প্রধানত…