“জীবনে এমন কিছুই করিনি, যা নিয়ে গৌরব করে বলবার কিছু আছে”
প্রফেসর ড. এবনে গোলাম সামাদ দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। যথার্থই এক সাধক তিনি, জ্ঞানের সাধক। পেশাগত দায়িত্বপালনের বাইরে তার প্রায় পুরো সময়টাই কাটে লাইব্রেরিতে অথবা পড়ার টেবিলে, এই বাষট্টি বছর বয়সেও। দীর্ঘদেহী একহারা গড়নের শ্মাশ্রুমন্ডিত মানুষটি যখন অগোছালো পোশাকে রাস্তায় হাঁটেন বিনীত ভঙ্গীতে তখন তাকে দার্শনিকের মতই মনে হয়। কিন্তু দার্শনিক তিনি নন,…