পদ্মা সেতু নিয়ে কথা
একসময় পদ্মা সেতু বলতে বুঝিয়েছে সাড়াপুলকে (হার্ডিঞ্জ ব্রিজ)। সাড়াপুল তৈরি হয়েছিল ১৯১৫ সালে। এতে কেবলই আছে রেলপথ। নেই কোনো মোটর বা অন্য যান চলাচলের রাস্তা। বর্তমানে পদ্মার ওপর আর একটি সেতু নির্মাণের চেষ্টা চলেছে। যাতে থাকবে রেল এবং অন্যান্য যাবাহনের চলাচলের ব্যবস্থা। এটি হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সেতু। এর দৈর্ঘ্য হবে ৬ হাজার ১৫০…