পণ্ডিত এবনে গোলাম সামাদ – মো. আহসান হাবিব
বরেণ্য শিক্ষাবিদ ও কলামিস্ট এবনে গোলাম সামাদের জন্ম দিন ২৯ ডিসেম্বর। ১৯২৯ সালের ২৯ ডিসেম্বর রাজশাহী শহরে তার জন্ম। পিতা মৌলবি মোহাম্মদ আলী ছিলেন একাধারে ঔপন্যাসিক, গীতিকার ও সুরকার। মাতা নসিরন নেসা। দুই বোন ও সাত ভাইয়ের মধ্যে এবনে গোলাম সামাদ হলেন সর্বকনিষ্ঠ। জ্ঞানতাপস এবনে গোলাম সামাদ আমাদের মাঝে আছেন দীর্ঘদিন। অবশ্য দিয়েছেন তার অধিক।…