অপরাধ ও শাস্তি
দণ্ডভয় না থাকলে সব সমাজেই অপরাধপ্রবণতা বাড়ে। তাই অপরাধ কমাবার জন্য শাস্তির বিধান সব সমাজেই আছে। তবে দণ্ডভয় সব ক্ষেত্রেই যে কার্যকর হয়, তা-ও আবার নয়। অনেক লোক দণ্ডভয় অবজ্ঞা করে অপরাধ করে থাকে। পৃথিবীর সব দেশেই এখনো জেলখানা আছে। তা সে দেশ যতই সভ্য হোক না কেন। অপরাধবিহীন দেশ এখনো বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারেনি।…