এবনে গোলাম সামাদ : কিছু স্মৃতি
বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, কলামিস্ট, বুদ্ধিজীবী প্রফেসর এবনে গোলাম সামাদ বলতে গেলে বিনা চিকিৎসায়ই এই নশ্বর পৃথিবীর মায়া ছেড়ে প্রভুর ডাকে সার দিয়েছেন। পরিণত বয়সেই তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন থেকেই প্রফেসর এবনে গোলাম সামাদ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মাঝখানে তিনি করোনায় আক্রান্ত হলেও পরে করোনামুক্ত হন। হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি…